গোপালগঞ্জের মুকসুদপুর জাতীয় সমাজসেবা দিবস পালিত

“নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার” এই শ্লোগানকে সামনে রেখে, সারা দেশের ন্যায় নানা আয়োজনে গোপালগঞ্জ জেলার মুকসুদপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সকালে মুকসুদপুর উপজেলা প্রশাসন ও সবাজসেবা কার্যালয়ের আয়োজনে, একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা পরিষদ চত্বরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে, উপজেলা পরিষদ “বিজয়” সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মুকসুদপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ গোলাম মোস্তফার সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা অফিসার মোঃ মোশাররফ হোসেনের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সায়াদ উদ্দিন আহম্মেদ, উপজেলা নির্বাচন অফিসার মোঃ জুয়েল আহম্মেদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লায়লা রহমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা বিষ্ণুপদ মজুমদার।

দারিদ্র বিমোচন কর্মকর্তা জাকিয়া খাতুন, উপজেলা তথ্য অফিসার শতাব্দী বিশ্বাস, মুকসুদপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ ছিরু মিয়া ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক কাজী ওহিদুল ইসলাম, মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি তারিকুল ইসলাম, সাধারণ সম্পাদক নাহিদ পারভেজ জনি, মাদ্রাসার শিক্ষক ফয়সাল মিয়া, ছাত্র জনতা আন্দোলনের প্রতিনিধি শামীম মুন্সীসহ প্রমূখ।