গোপালগঞ্জে দুই ইয়াবা ব্যবসায়ী আটক
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/05/Gopalganj-DB-police-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
গোপালগঞ্জে ডিবি পুলিশের পৃথক দুই অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত অমল বিশ্বাস সদর উপজেলার সাতপাড় পশ্চিমপাড়া গ্রামের তপন বিশ্বাসের ছেলে এবং সুমন মিয়া সদরের হাতিকাটা গ্রামের হামিদ মিয়ার ছেলে।
গত রবিবার (২৮ মে) দিবাগত রাতে পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল গভীর রাতে অমল বিশ্বাসকে ১৫০ পিচ ইয়াবাসহ এবং সুমন মিয়াকে ৪০ পিচ ইয়াবাসহ গ্রেফতার করেন গোপালগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ। তারা দীর্ঘদিন মাদক ব্যবসার সাথে জড়িত।
এবিষয়ে গোপালগঞ্জ ডিবি পুলিশের এসআই মো: ফারুক আলম বলেন, “সদর উপজেলার সাতপাড় পশ্চিমপাড়া থেকে ইয়াবা ট্যাবলেট বিক্রির সময় অমল বিশ্বাসকে ও হাতিকাটা থেকে সুমন মিয়াকে হাতেনাতে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গোপালগঞ্জ সদর থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন