গোপালগঞ্জে দুর্বৃত্তদের হামলায় মা নিহত, ছেলে আহত
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/01/IMG_20230109_194550.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
দুইদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে মারা গেলেন দুর্বৃত্তদের হামলায় আহত লাভলী বেগম (৩৭) নামে এক গৃহবধু।
সোমবার (৯ জানুয়ারি) ভোরে লাভলী বেগম ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহত লাভলী বেগম বাঘঝাঁপা গ্রামের সাহেব আলীর স্ত্রী।
এ ঘটনায় তার অষ্টম শ্রেনিতে পড়ুয়া ছেলে মো. রতন (১৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সে মাজড়া আলহাজ্জ্ব এ.জি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।
গত শুক্রবার (৬ জানুযারি) রাত সাড়ে ১২ টার দিকে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার সাজাইল ইউনিয়নের বাঘঝাপা গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধে জের ধরে জানালা ভেঙ্গে ঘরে ঢুকে ৫-৬ জন দুর্বৃত্ত ঘুমন্ত লাভলী বেগম ও তার ছেলেকে কুপিয়ে গুরুতর আহত করে।
পরে স্থানীয়রা মা ও ছেলেকে উদ্ধার করে প্রথমে কাশিয়ানী ১০০ শয্যার হাসপাতালে ও পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
অনুসন্ধানে জানা গেছে, আকরাম শরীফসহ গোষ্ঠির লোকজনের সাথে তাদের জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। এই ঘটনার জের ধরে আকরাম শরীফের ছেলেরা সব সময় সাহেব আলীর পরিবারকে হুমকি দিয়ে আসছিল। এ সব বিষয় নিয়ে ৭ জানুযারি একটি সালিশ বৈঠক হওয়ার কথা ছিলো। এর আগে তারা মা ও ছেলেকে কুপিয়ে আহত করে আকরাম শরীফের ছেলে সজল শরীফসহ তার সাঙ্গপাঙ্গরা।
কাশিয়ানী থানার ওসি ফিরোজ আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন, এঘটনায় এখনও কোন মামলা হয়নি। তারপরও এ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে পুলিশ কাজ করছে। দ্রুততম সময়ে তাদের গ্রেফতার করার প্রক্রিয়া চলছে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন