গোপালগঞ্জে বাসচাপায় প্রাণ ঝরল স্কুলশিক্ষকের

গোপালগঞ্জে বাসের নিচে চাপা পড়ে সন্তোষ বিশ্বাস (৬০) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। তিনি গোপালগঞ্জ সদর উপজেলার করপাড়া ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষক ছিলেন। তিনি মাদারীপুর জেলার রাজৈর উপজেলার কলপুর গ্রামের শরত্ বিশ্বাসের ছেলে।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার সাতপাড় এলাকায় একটি দুর্ঘটনাকবলিত বাসের নিচ থেকে ওই শিক্ষকের মরদেহ উদ্ধার করা হয়।

সদর থানার বৌলতলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ওই শিক্ষক স্কুল ও প্রাইভেট পড়ানো শেষ করে সোমবার সন্ধ্যায় বৌলতলী থেকে লোকাল বাসে করে সাতপাড় যাচ্ছিলেন। এ সময় বাসটি সাতপাড় এলাকায় পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে ফেলে দেন। এতে বাসে থাকা ১৫ যাত্রী আহত হন। অন্যান্য যাত্রীদের উদ্ধার করা হলেও সন্তোষ বিশ্বাস বাসের নিচে চাপা পড়ে মারা যাওয়ায় তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।

পরে বিভিন্ন স্থান খোঁজাখুঁজির পর পাওয়া না গেলেও মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সকালে দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারের সময় বাসের নিচে চাপা পড়া সন্তোষের মরদেহ উদ্ধার করা হয়।

পরে নিহতের মরদেহের ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়। শিক্ষকের মৃত্যুতে ওই স্কুলের শিক্ষার্থীসহ এলাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।