গোপালগঞ্জে বাস-থ্রিহুইলার সংঘর্ষে শিশুসহ নিহত ১২
গোপালগঞ্জে বাস ও থ্রিহুইলারের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ১২ জন নিহত হয়েছেন। এ সময় আরও ২৫ জন আহত হন।
বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার হরিদাসপুরের নিমতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঢাকা থেকে খুলনাগামী গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস ওইস্থানে এসে পৌঁছালে বিপরীত দিক গোপালগঞ্জ থেকে আসা চন্দ্যদীঘলিয়াগামী একটি থ্রিহুইলারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পরিবহন বাস ও থ্রিহুইলার মহাড়কের পাশে গভীর খাদে পড়ে দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনায় ঘটনাস্থলে ১২ জন নিহত হয়।
খবর পেয়ে গোপালগঞ্জের ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ১২ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আহতদের গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গোপালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন