গোবিন্দগঞ্জে কোটি টাকা ব্যয়ে ৪টি সেতু নির্মাণ কাজের উদ্বোধন
গাইবান্ধার গোবিন্দগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে প্রায় এক কোটি টাকা ব্যয়ে গ্রামীণ সড়কে ও খালের ওপর ৪টি সেতু নির্মাণ কাজের উদ্বোধণ করা হয়েছে।
শনিবার (১৭ জুন) দুপুরে গাইবান্ধা-৪ গেবিন্দগঞ্জ আসনের সংসদ সদস্য প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী ব্রীজের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের স্থাপনের উদ্বোধন করেন।
এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান। ব্রীজ নির্মানেরকাজের উদ্বোধনী অনুষ্ঠানের সভাপত্বিত করেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কোচাশহর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু সুফিয়ান মন্ডল।
এসময় প্রধান ও বিশেষ অতিথি ছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিন্দার আলী, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আলতা মাসুল শিল্পী,কাটাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের প্রচার প্রকাশনা বিষয়ক সম্পাদক জননেতা জোবায়ের হাসান মোঃ শফিক মাহমুদ গোলাপ, উপজেলা আওয়ামীলীগের শিক্ষা মানব বিষয়ক সম্পাদক খালিদ হোসেন চৌধুরী তুহিন,কাটাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক বীরমুক্তিযোদ্ধা নুরুল ইসলাম পান্না,উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আহসানুল শেখ সুমন,উপজেলা আওয়ামী যুবলীগের ক্রীয়া বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম শামীম,কোচাশহর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা বোরহান উদ্দিন লেলিনপ্রমুখ।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে উপজেলার কোচাশহর ইউনিয়নের জগন্নাথপুর সড়কের ভেন্টি ব্রীজ, মনোহরপুর আলুগাড়ী সড়কের ভাঙ্গাব্রীজ, মুকুন্দপুর মুন্সিবাড়ী সড়কে ব্রীজ ও কাটাবাড়ী ইউনিয়নের ফুলহারে খালের ব্রীজ নির্মাণ কাজের
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন