গোলাবারুদবাহী ড্রোন তৈরি করলো তুরস্ক

গোলাবারুদবাহী আধুনিক প্রযুক্তির চালকবিহীন ড্রোন তৈরিতে সফল হয়েছে তুরস্ক।

রোববার তুরস্কের এক অজ্ঞাত এলাকায় ‘আর্মড বেরেক্টার টিবি২’ নামের এ ড্রোনের সফল পরীক্ষা চালানো হয়। খবর আনাদলু এজেন্সির।

তুরস্কের একটি অস্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠানের বরাত দিয়ে আনাদলু এজেন্সির খবরে বলা হয়েছে, তুরস্ক চালকবিহীন ড্রোন তৈরি করেছে। ড্রোনে গোলাবারুদ বহনের সর্বাধুনিক স্মার্ট প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।

ড্রোনটি প্রস্তুতকারী সংস্থার এক কর্মকর্তা জানিয়েছে, এটি ৮ কিলোমিটার দূর থেকে লক্ষ্যবস্তুতে আঘাত আনতে স্বক্ষম। এর বেশি কিছু বলতে তিনি অস্বীকৃতি জানান।

নতুন এ ড্রোনে ইলেক্ট্রিক, সফটওয়্যার, এ্যারোডায়নামিক ডিজাইন এবং সাব সিস্টেম উন্নত করা হয়েছে।

এর মাধ্যমে ড্রোন তৈরিতে আত্মনির্ভরশীল দেশগুলোর মধ্যে তুরস্কের নাম যুক্ত হলো।