গোলাম রহমান ব্রাইটের কবিতা : “না”
না
গোলাম রহমান ব্রাইট
তোমার অপেক্ষায় এখন আর আমি বসে থাকি না
আবেগ মিশ্রিত চাওয়া গুলো আর জমা রাখি না।
বিরহ বেদনার দোহাই দিয়ে আমি আর কাঁদি না
রঙিন প্রজাপতি ধরার জন্য আর কারো সাধি না।
জল্পনা কল্পনায় মাতাল পবনে আর ঘ্রাণ খুঁজি না
মনের আকুলতা চুপসে গেছে তাই বৃষ্টিতে ভিজি না।
এক দৃষ্টিতে মেঘ পানে আর চেয়ে থাকি না
অশ্রু ধারায় চোয়ালের মাঝে আল্পনা আঁকি না।
খোলা চুলে বিষণ্ণ বিকেলেও বিহঙ্গ দেখি না
হৃদ কাননে উৎসারিত কথার কোনোটা মেকি না।
নির্ঘুম রাতে আকাশে তাকিয়ে আর তারা গুনি না
তোমায় নিয়ে ভ্রমণে যাবার জন্য স্বপ্ন বুনি না।
বিকেল হলেই ধুলোমাখা পথে আর হাঁটি না
যখন তখন তোমাকে নিয়ে আর ছড়া কাটি না।
ইচ্ছে হলেই একনজর দেখার ছলে ছুটে যাই না
উজান গাঙে নাও বেয়ে বেয়ে আর গান গাই না।
চরম বাস্তবতার যাঁতাকলে পিঁষে চলতে জানি না
জোয়ার ভাটায় জীবন বাজি রেখে গুণ টানি না।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন