গোল করতে যা করার দরকার সব করো, নেইমারকে রিভালদো

একে একে সালাহ, মেসি, ওজিল, রোনাল্ডোর মতো তারকারা বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছেন। ম্যারাডোনাকে ছোঁয়া হয়নি মেসির।

দেশকে জয়ের মুখ দেখাতে পারেননি সালাহ।
ক্রিশ্চিয়ানো রোনাল্ডো স্বপ্রতিভায় উজ্জ্বল হলেও তাকেও শেষ ষোলোতে থামতে হয়েছে।

কিন্তু নানা অঘটনের পরও হেক্সা মিশন লক্ষ্যকে বাঁচিয়ে রেখেছেন নেইমার। তিনি গোল করছেন, করাচ্ছেন। উইলিয়ান, কুতিনহোকে নিয়ে দুর্দান্তভাবে এগিয়ে চলছেন তিনি।

তার পরও সমালোচনার শেষ নেই নেইমারকে নিয়ে। বারবার ফাউলের শিকার হয়ে তার পড়ে যাওয়াটাকে অভিনয় বলছেন অনেকে।

এই বিশ্বকাপে সবচেয়ে বেশি ফাউলের শিকার হয়েছেন নেইমার। চার ম্যাচে নেইমারকে করা ফাউলের সংখ্যা দাঁড়িয়েছে ২৩।

সদ্য ইনজুরি থেকে ফেরা এই তারকা ফাউলের শিকার হয়ে বেশি প্রতিক্রিয়া দেখাচ্ছেন বলে দাবি অনেকের।
সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতেও এ নিয়ে চলছে হাসিঠাট্টা। ফটোশপের কারিকুরি দিয়ে তৈরি হয়েছে অনেক ট্রলও। তবে অনেকেই আবার পক্ষ নিয়েছেন তার। এবার সেই তালিকায় যোগ হল ব্রাজিলিয়ান কিংবদন্তি রিভালদো।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে রিভালদো বার্তা দিয়েছেন নেইমারকে। লিখেছেন- ‘নেইমার, নিজের মতো করে খেলে যাও। অন্য দেশের মানুষরা কী বলল, এ নিয়ে মাথা ঘামিও না। তারা বাড়ি ফিরে গেছে।’

বরাবরের মতো এখানেও রিভালদো নেইমারকে আস্বস্ত করেছেন, ‘ গোল করতে যা করা দরকার সব করো। ফাউলের শিকার হয়ে তোমার যদি পড়ে যেতে হয়, তা হলে পড়ে যাও। মাটিতে পড়ে থেকে যদি সময়ক্ষেপণ করার প্রয়োজন হয়, তা হলে তাই করো। সবাই এটি করে।’

সবসময়ই নেইমারের পাশে ছিলেন ব্রাজিলিয়ান এ কিংবদন্তি স্ট্রাইকার। কেননা রিভালদো, নেইমারকে তারই উত্তরসূরি মনে করেন। তার ১০ নম্বর জার্সিটিই যে এখন নেইমারের গায়ে শোভা পাচ্ছে।

উত্তরসূরিকে নিয়ে দারুণ আশাবাদী রিভালদো বলেন, ‘সে ১০ নম্বর খেলোয়াড়, ১০ নম্বর খেলোয়াড়ের বিশেষ দায়িত্ব থাকে। এটি সবচেয়ে দামি পজিশন, অন্তত ব্রাজিলের ইতিহাসে। এই মুহূর্তে (ব্রাজিল) জাতীয় দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় নেইমার।’

নেইমারের হাতেই রাশিয়া বিশ্বকাপ উঠবে এমন স্বপ্নে বিভোর হয়ে আছেন বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান এ স্ট্রাইকার।ওয়েবসাইট।