গো-হত্যায় ১৪ বছর, নরহত্যায় ২ বছরের কারাদণ্ড!
![](https://ournewsbd.net/wp-content/uploads/2017/07/photo-1500182428.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
ভারতের বিভিন্ন রাজ্যে গো-হত্যার দায়ে পাঁচ, সাত বা ১৪ বছরের কারাদণ্ডাদেশ দেওয়ার বিধান আছে। অথচ দ্রুতগতিতে অথবা অবহেলা করে গাড়ি চালিয়ে হত্যার সাজা মাত্র দুই বছরের কারাদণ্ড।
স্থানীয় সময় শনিবার একটি দুর্ঘটনা মামলার রায় দেওয়ার সময় এই তথ্য জানিয়েছেন দিল্লি আদালতের বিচারপতি সঞ্জীব কুমার।
ওই দিন গাড়িচাপা দিয়ে হত্যার দায়ে একজনকে দুই বছরের কারাদণ্ডাদেশ দেন সঞ্জীব।
আদালত সূত্রে জানা যায়, ২০০৮ সালে এক মোটরসাইকেল আরোহীকে গাড়িচাপা দিয়ে হত্যা করেন উৎসব ভাসিন (৩০) নামের এক ব্যক্তি। তাঁর অবহেলার কারণেই ওই দুর্ঘটনা ঘটে বলে মামলায় প্রমাণিত হয়। আদালত তাঁকে দুই বছরের কারাদণ্ডের পাশাপাশি ১২ লাখ রুপি জরিমানা করেন।
বিচারপতি সঞ্জীব কুমার মামলার ওই রায়ের কপি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পাঠানোর নির্দেশ দেন। এ ধরনের হত্যাকাণ্ডে সাজার মেয়াদ বাড়াতে বর্তমান আইনের সংশোধন আনতেই এ নির্দেশ দেন তিনি।
রায়ের পর একটি হিন্দি গানের অংশ গেয়ে শোনান বিচারপতি সঞ্জীব, যার অর্থ করলে দাঁড়ায়, মানুষ চাইলে তার ভাগ্য বদল করতে পারে, পৃথিবীর চেহারাই বদলে দিতে পারে। মানুষকে শুধু তার উদ্দেশ্য ঠিক রাখতে হবে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন