গৌরীপুরে সততা সংঘের ২৭৫ জন পেল শিক্ষা উপকরণ
ময়মনসিংহের গৌরীপুরে পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানের সততা সংঘের ২৭৫ জন সদস্যদের মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ উপহার দেয়া হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার (৩ অক্টোবর) উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে ইসলামাবাদ সিনিয়র ফাজিল মাদরাসায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে দুর্নীতি দমন কমিশন ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের উপসহকারি পরিচালক মো. ইব্রাহিম খলিল সততা সংঘের সদস্যদের হাতে উপহারের শিক্ষা উপকরণ তুলে দেন।
অনুষ্ঠানে উপজেলার রাজেন্দ্র কিশোর সরকারি উচ্চ বিদ্যালয়, ইসলামাবাদ সিনিয়র ফাজিল মাদরাসা, গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, শাহগঞ্জ স্কুল এন্ড কলেজ ও গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়সহ পাঁচটি বিদ্যালয়ের সততা সংঘের ২৭৫ জন সদস্যকে শিক্ষা উপকরণ উপহার দেয়া হয়। উপহার দেয়া শিক্ষা উপকরণের মধ্যে রয়েছে স্কেল, খাতা, জ্যামিতি বক্স, পানির বোতল, টিফিন বক্স, কলমদানি, ছাতা, পার্স ও স্কুল ব্যাগ।
গৌরীপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মতিউর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফারুক আহাম্মদের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ মো. মহসিন, রাজেন্দ্র কিশোর সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক স্বপন চন্দ্র মৃধা, ইসলামাবাদ সিনিয়র ফাজিল মাদরাসার উপাধ্যক্ষ এমদাদুল হক, শাহগঞ্জ স্কুল এন্ড কলেজের সহকারি শিক্ষক মো. আব্দুল্লাহ, গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহাকারি শিক্ষক নূপুর রানী ভট্টাচার্য দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি সাজেদা আক্তার, সদস্য বীরমুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন, নূরুল আবেদীন প্রমুখ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন