গৌরীপুরে হুমায়ূন আহমেদের নামে ক্যান্সার হাসপাতাল প্রতিষ্ঠার দাবী ভক্তদের
নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের নামে ময়মনসিংহের গৌরীপুরে ক্যান্সার হাসাপাতাল প্রতিষ্ঠার দাবি জানিয়ে মানববন্ধন পালন করেছেন ভক্তরা।
হুমায়ূন আহমেদের ৭৬ তম জন্মদিন উপলক্ষে বুধবার (১৩ নভেম্বর) বিকালে ভক্তদের সংগঠন হুমায়ূন আহমেদ স্মৃতি পরিষদের উদ্যোগে হারুন টি হাউজে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পরে লেখকের ভক্তরা পৌর শহরের কালীখলা এলাকায় হুমায়ূন আহমেদের নামে ক্যান্সার হাসাপাতাল প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন পালন করে।
সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক পীযুশ রায় গণেশ বলেন, হুমায়ূন আমাদের স্বপ্ন ছিল দেশে একটি আধুনিক ক্যান্সার হাসপাতাল প্রতিষ্ঠা করা। কিন্ত সেই স্বপ্ন পূরণের আগেই তিনি ক্যান্সারের কাছে পরাজিত হয়ে না ফেরার দেশে চলে গেছেন। আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি গৌরীপুর উপজেলায় লেখকের নামে ক্যান্সার হাসপাতাল প্রতিষ্ঠা করার।
সংগঠনের সাংগঠনিক সম্পাদক এইচটি তোফাজ্জল হোসেন বলেন, হুমায়ূন আহমেদের কালজয়ী উপন্যাস ‘গৌরীপুর জংশনে’র কারণে আমাদের গৌরীপুর উপজেলা দেশ-বিদেশে একটি পরিচিত নাম। আমরা সরকারের কাছে দাবি জানাই আমাদের অঞ্চলে এই হাসপাতাল প্রতিষ্ঠিত হলে বৃহত্তর ময়মনসিংহের দরিদ্র রোগীরা সহজেই ক্যান্সারের চিকিৎসা করাতে পারবে।
হারুন টি হাউজের পরিচালক মোঃ হারুন মিয়া বলেন, আমার বাবা ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যান। টাকার অভাবে আমি ভালো চিকিৎসা করাতে পারি নি। আমি চাই হুমায়ূন আহমেদের নামে এখানে ক্যান্সার হাসপাতাল প্রতিষ্ঠা করা হোক। হাসপাতালটি এখানে প্রতিষ্ঠিত হলে আমার মতো দরিদ্র আর কারোর বাবাকে ক্যান্সারের কাছে পরাজিত হতে হবে না।
সংগঠনের সদস্য ওবায়দুর রহমানের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য দেন যুগান্তর প্রতিনিধি রইছ উদ্দিন, গৌরীপুর দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ফারুক আহাম্মদ, পাঠক সংগঠন শুভসংঘের সভাপতি শঙ্কর ঘোষ পিলু, আব্দুর রউফ দুদু, আব্দুল কাদির, সানজিদা প্রমুখ।
এছাড়াও হুমায়ূন আহমেদের জন্মদিনে পাঠক সংগঠন যুগান্তর সুজন সমাবেশ ও শুভসংঘের উদ্যোগে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ওই কর্মসূচি থেকে ভক্তরা গৌরীপুর জংশনে হুমায়ুন আহমেদের স্মৃৃতি রক্ষা ও মোহনগঞ্জ-ঢাকা রেলপথে চলাচলকারী একটি আন্তঃনগর ট্রেনের নাম হুমায়ূন আহমেদের নামে কিংবা তার উপন্যাসের চরিত্রের নামে নামকরণের দাবি জানান।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন