গৌরীপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক খুন, বিচারের দাবিতে বিক্ষোভ-সমাবেশ
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/Gouripur-Mymensingh-pic-BCD-1-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
ময়মনসিংহের গৌরীপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সোহাগ চৌধুরী হত্যকাণ্ডের প্রতিবাদে ও খুনের সাথে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ ডিসেম্বর) বিকালে ডৌহাখলা ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে ডৌহাখলা বাজারে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ছাত্রদলের কর্মসূচিতে সভাপতিত্ব করেন ডৌহাখলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সজীব চৌধুরী। সঞ্চালনা করেন উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদ আশিক মন্ডল।
সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের আহবায়ক মো. জোনায়েদ খান পাঠান সাব্বির, রামগোপালপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আনোয়ার ইসলাম, গৌরীপুর ইউনিয়নের সভাপতি সুমন মিয়া, অচিন্তপুর ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি মো. জয় মিয়া, মাওহা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মোস্তাকিম ফকির, ডৌহাখলা ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি গোলাপ মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক রবিন মিয়া, সহ সাংগঠনিক সম্পাদক হৃদয় চৌধুরী, দপ্তর সম্পাদ রুবেল মিয়া প্রমুখ।
গত ২৭ নভেম্বর ডৌহাখলা উচ্চ বিদ্যালয় মাঠে গাড়ি রাখাকে কেন্দ্র করে বাকবিতন্ডার একপর্যায়ে দুবৃর্ত্তরা সোহাগ চৌধুরীর ওপর হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করে। গত বৃহস্পতিবার রাতে ময়মনসিংহ নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁন মৃত্যু হয়।
নিহত সোহাগ চৌধুরী উপজেলা ডৌহাখলা ইউনিয়নের বাসাটি গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে। শুক্রবার রাতে নিজ গ্রামে সোহাগের মরদেহের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির্যা মাযহারুল আনোয়ার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই ঘটনায় এখন পর্যন্ত থানায় অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন