গ্রপ চ্যাম্পিয়ন হয়েই নকআউট পর্বে নেমারের ব্রাজিল

ড্র করলেই দ্বিতীয় রাউন্ড নিশ্চিত হলো, কিন্তু সেই দিকে না হেঁটে জিতেই রাশিয়া বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করেছে নেমারের ব্রাজিল। বুধবার মস্কোর স্পার্তাক স্টেডিয়ামে অনুষ্ঠিত গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে সার্বিয়াকে ২-০ গোলে উড়িয়ে দিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

এদিন ম্যাচের দ্বিতীয় মিনিটেই মিডফিল্ডার ফিলিপ কৌতিনহো বল নিয়ে ঢুকে যান সার্বিয়ার রক্ষণের ভেতর। নেইমারের কাছ থেকে বল পেয়ে তিনি শট নিলে সার্বিয়ার ডিফেন্ডাররা সেটা ক্লিয়ার করে দেন। অবশ্য দশম মিনিটে একটা ধাক্কা খায় ব্রাজিল। দলের অন্যতম সেরা তারকা মার্সেলো চোট নিয়ে মাঠ ছাড়েন।

১৪ মিনিটে সার্বিয়ার ফিলিপ কোস্তিক বাম পায়ের শট নিলে ব্রাজিল ডিফেন্ডাররা সেটা ক্লিয়ার করে দেন। ২৬ মিনিটে মাঝমাঠ থেকে বার্সেলোনা সতীর্থ ফিলিপে কৌতিনিয়োর বাড়ানো বল প্রথম স্পর্শেই আগুয়ান গোলরক্ষকের মাথার ওপর দিয়ে জালে পাঠান পাওলিনহো।

প্রথমার্ধের যোগ করা সময়ে (৪৫+২) বক্সের বাইরে থেকে দারুণ এক বাঁকানো শট নেন নেইমার। কিন্তু গোলবারের ওপর দিয়ে যায় তা। ফলে ১-০ গোলের লিড নিয়ে প্রথমার্ধ শেষ করে ব্রাজিল।

বিরতির পর গোলের জন্য মরিয়া হয়ে ওঠে সার্বিয়ানরা। একর পর এক আক্রমণে ব্যস্ত করে তোলে তারা। এ সময় বেশ কিছু গোলের সৃষ্টি করে সার্বিয়ানরা। তবে তাদের সামনে বড় বাধা হয়ে দাঁড়ান ব্রাজিল গোলরক্ষক অ্যালিসন। ৬১ মিনিটে এলজাজিক বিপজ্জনক একটি ক্রস পাঞ্চ করে দলকে রক্ষা করেনঅ্যালিসন। উল্টো ব্যবধান বাড়ায় ব্রাজিল। ম্যাচের ৬৮ মিনিটে দুর্দান্ত এক গেডে গোলটি করেন থিয়াগো সিলভা। বাকি সময়ে আর কোনও গোল না হওয়ায় ২-০ গোলের জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয় ব্রাজিল।