গ্রাহকের ৪০লক্ষ টাকা আত্বসাতের অভিযোগ উঠেছে ব্যাংক অফ এশিয়ার বিরুদ্ধে

গ্রাহকের ৩৯লক্ষ টাকা আত্বসাতের অভিযোগ উঠেছে ব্যাংক অফ এশিয়া নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার বিরিশিরিস্থ উৎরাইল শাখার বিরুদ্ধে।
অভিযোগে প্রকাশ গাওকান্দিয়া, বিরিশিরি ও বাকলজোড়া ইউনিয়নের হতদরিদ্র ব্যক্তিদের ২০২৩-২০২৪ অর্থ বছরের বি ডব্লিউ বি কর্মসূচির এবং বিজিডি কার্ড, ডিপিএস, মাতৃত্ব ভাতা প্রতি জনের ৫,২৮০ হিসাবে এবং ৩০০জনের সঞ্চয়ি টাকা সহ মোট ৪০ লক্ষ টাকা ব্যাংক অফ এশিয়া আতœসাৎ করেছেন বলে অভিযোগ করেণ ভূক্তভোগিরা।
তারা খোজ নিয়ে দেখেন গ্রাহকদের কোন টাকাই ব্যাংকে জমা হয়নি,ব্যাংক কর্মকর্তারা বর্তমানে অফিসে তালা ঝুলিয়ে আতœগোপনে রয়েছে বলে জানান ভূক্তভোগিরা।
জমানো টাকা ফেরত পাওয়ার দাবীতে ২৩ জুলাই বুধবার দুপুরে উপজেলা পরিষদ চত্তরে শতশত মহিলা পুরুষ সমন্নয়ে এক মানববন্ধন করেণ তারা।
এতে বক্তব্যদেন বিএনপি নেতা ও বিরিশিরি ইউনিয়ন তিনবারের সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন খান, বিরিশিরি ইউনিয়ন ভূক্তভোগি-মোছাঃ ফাতেমা বেগম, মোছাঃ রাবিয়া খাতুন, মোছাঃ তাছলিমা আক্তার, নাজমা বেগম।গাওকান্দিয়া ইউনিয়ন ভূক্তভোগি- মাজেদা বেগম, মিনারা বেগম, নাজমা খাতুন,আবুল বাদশা প্রমুখ। পরিশেষে নির্বাহী কর্মকর্তা বরাবর এক স্বারকলিপি জমাদেন ভূক্তভোগিরা।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন