গ্রীষ্মকালে কুয়াশা দেখা পেলো শেরপুরের মানুষ

বাংলাদেশ ষড় ঋতুর দেশ। গ্রীষ্ম, বর্ষা, শরৎ,হেমন্ত,শীত ও বসন্ত। প্রকৃতির নিয়মেই পরিবর্তন হয় ঋতুগুলো। সবাই জানে যে,হেমন্তের শেষ দিক থেকে বসন্তকালের মাঝামাঝি কুয়াশা দেখা দেয়।

কিন্তু বৈশাখের মাঝামাঝি এসে শেরপুরের শ্রীবরদীতে প্রকৃতিতে হঠাৎ শীতের আমেজে কুয়াশার চাঁদর মোড়ানো সকালটি দেখে অনেকেই কিছুটা বিস্মিত হয়েছেন। এর পরপরই সূয্যিমামা হেসে উঠেছে পূর্ব আকাশে।

২৩ এপ্রিল (শুক্রবার) শেরপুর জেলার বিভিন্ন উপজেলা সহ আশে পাশে বেশ কয়েকটি এলাকা জুড়ে ভোর থেকে ঘন কুয়াশায় মোড়ানো ছিলো চারপাশ। ভোর থেকে সকাল ৭টা পর্যন্ত ঘন কুয়াশা ছিলো।

স্থানীয়রা জানান, আজ হঠাৎ করে এত কুয়াশা কেমনে এলো। এমনিতে গত রাতে একটু শীত শীত ভাব ছিলো। যেন শীতের রাত। তবে ঘন কুয়াশা পড়লেও শীতের তীব্রতা তেমন ছিলো না।

পবিত্র মাহে রমজান মাসে এ যেন সৃষ্টি কর্তার অশেষ রহমত বয়ে এনেছে। তবে গ্রীষ্মকালে একটু শীতের ভাব অনুভব করার আনন্দই অন্যরকম।