ঘনকুয়াশা, মাঝ পদ্মায় ১৩ ফেরি আটকা
ঘনকুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।
বুধবার দিবাগত রাত ৩টা থেকে ওই রুটে ফেরি চলাচল বন্ধ করা হয়।
এদিকে মাঝ পদ্মায় কুয়াশায় অবরুদ্ধ হয়ে আছে দুটি ফেরি। এ ছাড়া পাটুরিয়াঘাটে ৭টি ও দৌলতদিয়াঘাটে ৬টি ফেরি নোঙর করে আছে।
বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) পাটুরিয়াঘাটের ব্যবস্থাপক(বাণিজ্য) খন্দকার মো. তানভির হোসেন ফেরি চলাচল বন্ধের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রাত থেকে পদ্মা নদীর অববাহিকায় ঘনকুয়াশা পড়তে থাকে। রাত ৩টার দিকে কুয়াশার মাত্রা বেড়ে গেলে দুর্ঘটনা এড়াতে বাধ্য হয়ে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।
কুয়াশার কারণে মাঝ পদ্মায় আটকে রয়েছে দুটি ফেরি। এ ছাড়া পাটুরিয়াঘাটে যানবাহন বোঝাই করে নোঙর করে আছে ৭টি ফেরি।
দৌলতদিয়াঘাটেও যানবাহন বোঝাই আরও ৬টি ফেরি নোঙর করতে বাধ্য হয়।
তিনি আরও জানান, কুয়াশার মাত্রা এতটাই বেশি ছিল যে কাছের বস্তুটিও দেখা সম্ভব ছিল না।
ফেরি সেক্টরের ব্যবস্থাপক খন্দকার মো. তানভির হোসেন জানান, কুয়াশার মাত্রা নিয়ন্ত্রণের মধ্যে আসলে ফেরি চলাচল স্বাভাবিক হয়ে পড়বে।
রাত থেকে ফেরি বন্ধ থাকার কারণে দৌলতদিয়া ও পাটুরিয়াঘাটে সহস্রাধিক যানবাহন ঘাট এলাকায় ফেরি পারের অপেক্ষায় আটকে রয়েছে বলে জানিয়েছে ফেরি সেক্টরের ওই কর্মকর্তা।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন