ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/12/img903.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। শনিবার রাত ১০টার দিকে এ নৌরুটে কুয়াশা দেখা দেয়। রাত বাড়ার সাথে সাথে কুয়াশার তীব্রতা বাড়তে থাকে। দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষ রাত সোয়া ১টার সময় ফেরি চলাচল বন্ধ করে দেন।
এ সময় মাঝ নদীতে চারটি ফেরি আটকা পড়ে। প্রচণ্ড শীতে আটকে পড়া ফেরির যাত্রী ও শ্রমিকরা চরম ভোগান্তি পোহান। পাটুরিয়া প্রান্তে সাতটি ও দৌলতদিয়া প্রান্তে একটি ফেরি নোঙর করে রাখা হয়েছে।
বিআইডব্লিউটিসি আরিচা অঞ্চলের ডিজিএম শাহ মোহাম্মদ খালেদ নেওয়াজ বলেন, কুয়াশার তীব্রতার কারণে রাত সোয়া ১টার দিকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। এ সময় মাঝ নদীতে চারটি ফেরি আটকা পড়ে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন