ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহে কাঁপছে উত্তরাঞ্চল

ঘন কুয়াশা আর কনকনে শীতে বিপর্যস্ত পঞ্চগড় ও ঠাকুরগাঁওয়ের জনজীবন। এতে দুর্ভোগে পড়েছেন ছিন্নমূল মানুষ। পঞ্চগড়ে কনকনে ঠাণ্ডার কারণে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না বেশিরভাগ মানুষ।

কুয়াশার কারণে দিনের বেলায় হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। রাস্তার পাশে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকেই। মঙ্গলবার (১৫ জানুয়ারি) ভোর ৬টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

ঠাকুরগাঁওয়ে কয়েকদিন ধরে বেড়ে চলেছে শীতের তীব্রতা। ঘনকুয়াশায় ঢাকা পড়েছে চারদিক। শীত উপেক্ষা করে কাজের সন্ধানে বের হতে হচ্ছে খেটে খাওয়া মানুষদের।