ঘরে ঢুকে স্ত্রীকেই ‘ধর্ষণ’
ভারতের হরিয়ানা রাজ্যের গুরুগ্রাম শহরের বাসিন্দা কুলদ্বীপ সিং (৩২)। পারিবারিক কলহের জেরে বেশ কিছুদিন ধরে তিনি ও তাঁর স্ত্রী আলাদা থাকতেন। এর মধ্যেই চলতি মাসে তিনি স্ত্রীর বাড়িতে যান। সেখানে গিয়ে তিনি স্ত্রীকে ধর্ষণ ও তাঁর সঙ্গে অপ্রাকৃতিক শারীরিক সম্পর্ক করেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় গত ৯ আগস্ট কুলদ্বীপকে গ্রেপ্তার করে পুলিশ।
কুলদ্বীপ সিং গুরুগ্রাম শহরের নয় নম্বর সেক্টরের বাসিন্দা। তাঁর স্ত্রীর বরাত দিয়ে পুলিশ জানায়, পারিবারিক কলহের জের ধরে বেশ কিছুদিন আলাদা বসবাস করছিলেন ওই দম্পতি। সম্প্রতি কুলদ্বীপ জোর করে তাঁর স্ত্রীর বাসায় ঢোকেন। তারপর তাঁকে ধর্ষণ করেন।
পুলিশের জ্যেষ্ঠ এক কর্মকর্তা জানান, শহরের ৩৮ নম্বর সেক্টর থেকে গ্রেপ্তার করা হয় কুলদ্বীপকে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন