ঘুমপাড়ানি গাছ!
এমন কিছু গাছ আছে যা আপনার শয়নকক্ষের সৌন্দর্য বৃদ্ধি করবে আবার আপনাকে রাতে ভাল ঘুমাতেও সাহায্য করবে। এসব গাছ মানসিক চাপ কমাতেও সাহায্য করবে।
যেমন জুঁই ফুলের গাছ। এটি শরীরের উপর একটি শীতল প্রভাব ফেলে।
ঘৃতকুমারী বা অ্যালোভেরা থেকে রাতে অক্সিজেন নির্গত হয়। ফলে আপনি পেতে পারেন একটি প্রশান্তির ঘুম। শয়নকক্ষে সর্প উদ্ভিদ অক্সিজেন নির্গমনের মাধ্যমে সবচেয়ে ভাল বাতাস বিশুদ্ধ করে। ক্যান্সার সৃষ্টিকারী রাসায়নিক বাতাস পরিষ্কার করার জন্য এটি খুবই কার্যকরী।
এছাড়াও আছে স্পাইডার প্ল্যান্ট, মানিপ্ল্যান্ট, গন্ধরাজ ফুল, আরিকা পাম, জার্বেরা ডেইজি, বাঁশজাতীয় পাম, বস্টন ফার্ন, ল্যাভেন্ডার ইত্যাদি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন