ঘুষ নেয়ার শাস্তি স্কুল ও রাস্তা নির্মাণ
ঘুষ দিয়ে কাজ বাগাতে গিয়ে ধরা পড়েছিলেন মধ্য আমেরিকার দেশ গুয়েতেমালার নয় ব্যবসায়ী। শাস্তিস্বরূপ অর্থদণ্ডের পাশাপাশি তাদের স্কুল ও রাস্তা নির্মাণ করার আদেশ দিয়েছেন দেশটির আদালত।
জাতিসংঘভিত্তিক দুর্নীতি দমন কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে।
জাতিসংঘভিত্তিক গুয়েতেমালায় অপরাধ থেকে অব্যাহতির বিরুদ্ধে আন্তর্জাতিক কমিশন (সিআইসিআইজি) বুধবার এক বিবৃতিতে জানিয়েছে, নয় ব্যবসায়ী ঘুষ দেয়ার কথা স্বীকার করেছে।
গুয়েতেমালার একটি ট্রাইব্যুনাল তাদের প্রত্যেককে ৬৭ হাজার ৫০০ ডলার করে জরিমানা করেছে। পাশাপাশি তাদের একসঙ্গে কমপক্ষে ছয়টি রাস্তা পুনর্নির্মাণ ও দারিদ্র্যপীড়িত গ্রামে একটি স্কুল তৈরি করে দিতে হবে।
রায়ের বিষয়ে তাৎক্ষণিকভাবে ব্যবসায়ীদের মন্তব্য পাওয়া যায়নি বলে জানিয়েছে রয়টার্স।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন