চট্টগ্রামের চকবাজার থানার নতুন ওসি হলেন মোহাম্মদ আলমগীর
চট্টগ্রামের চকবাজার থানার নতুন ওসি হলেন ডিবির (উত্তর) পরিদর্শক মোহাম্মদ আলমগীর।
তিনি রাঙ্গুনিয়ার কৃতি সন্তান। তার বাড়ি উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নে। সম্প্রতি তিনি সাউথ সুদান মিশন শেষে দেশে এসে ডিবিতে যোগ দিয়েছিলেন। রেড জোন নাকি উচ্চ সংক্রমণশীল এলাকা এ নিয়ে বিভ্রান্তি তৈরির দুই দিনের মাথায় সরিয়ে দেওয়া হলো চকবাজার থানার ওসি আতাউর রহমান খন্দকারকে। তার স্থলে পদায়ন করা হয়েছে ডিবির (উত্তর) এর পরিদর্শক মোহাম্মদ আলমগীরকে।
বৃহস্পতিবার (২২ এপ্রিল) সকালে সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার শাহ মোহাম্মদ আব্দুর রব এ তথ্য নিশ্চিত করেন।
বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, নিয়মিত বদলির অংশ হিসেবে বর্তমান ওসিকে সরিয়ে আলমগীরকে অফিসার ইনচার্জের দায়িত্ব দেয়া হয়েছে। আর ওসি আতাউর রহমান খন্দকারকে কমিশনার কার্যালয়ে পরিদর্শক (ক্রাইম অ্যান্ড অপারেশন) হিসেবে পদায়ন করা হয়েছে।
এর আগে গত সিটি নির্বাচনে নির্বাচন কমিশনের নির্দেশে চান্দগাঁও থানা থেকে আতাউরকে চকবাজারে বদলি করা হয়েছিল। আর মোহাম্মদ আলমগীর এর আগে আকবর শাহ, পতেঙ্গা ও কর্ণফুলী থানার ওসির দায়িত্ব পালন করেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন