চট্টগ্রামের চন্দনাইশে আগুনে পুড়ে ছাই বসতঘর
চট্টগ্রামের চন্দনাইশে আগুনে পুড়ে ছাই হয়েছে ৬ পরিবারের বসতঘর।বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ দুর্ঘটনার সূত্রপাত ঘটে।
৪ জুলাই (বৃহস্পতিবার) সকাল সাড়ে ১০টার দিকে দোহাজারী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বেগম বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্তরা হলেন, মো. রাসেল, মো. জাহেদ, মো. মনসুর, কাউসার, আবছার ও শফি আলম।
জানা যায়,বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হলে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা মিলে ১ ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি। এ ঘটনায় স্বর্ণালংকার নগদ টাকাসহ আনুমানিক ১২-১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
চন্দনাইশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সহকারী স্টেশন অফিসার ছাবের আহমদ গণমাধ্যমকে জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন