চট্টগ্রামের মিরসরাইয়ে যুবদলের বিক্ষোভ মিছিল

সন্ত্রাস, নৈরাজ্য, ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে চট্টগ্রামের মিরসরাই উপজেলার ১১ নম্বর মঘাদিয়া ও ১৩ নম্বর মায়ানী ইউনিয়ন যুবদল ও অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ জুলাই) সন্ধ্যায় উপজেলার আবুতোরাব বাজারের মঘাদিয়া ইউনিয়ন পরিষদের সামনে থেকে শুরু হওয়া মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মধ্যম বাজারে এসে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা যুবদল নেতা এসএম সুমন। মঘাদিয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাখাওয়াত হোসেন রিপন ও মায়ানী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. বাচ্চুর যৌথ সঞ্চালনায় এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহ্বায়ক মো. কামাল উদ্দিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মঘাদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন, মায়ানী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ও সাবেক চেয়ারম্যান মো. মুসা মিয়া, উপজেলা কৃষকদলের আহ্বায়ক মো. আশরাফ উদ্দিন, মায়ানী ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাদেমুল ইসলাম মিলু, মঘাদিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক এম হেলাল উদ্দিন, মঘাদিয়া ইউনিয়ন বিএনপি নেতা মো. সাইফুর রহমান সাইফুল, মঘাদিয়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মুমিনুল ইসলাম, মায়ানী ইউনিয়ন যুবদল নেতা মো. মুসলিম উদ্দিন, শাখাওয়াত হোসেন মুন্না প্রমুখ।
এসময় বক্তারা বলেন, চট্টগ্রাম উত্তরজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল আমিন চেয়ারম্যানের জনপ্রিয়তা দেখে কিছু মানুষ ঈর্ষান্বিত হচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন জায়গায় তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। এসকল অপপ্রচার তার নেতা-কর্মীরা কঠোর হাতে দমন করবে। শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেলেও তার দোসররা দেশকে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পয়তারা করছে। তার সাথে সঙ্গ দিচ্ছে কিছু কথিত বিএনপি। এদেরকে চিহ্নিত করে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন