চট্টগ্রামের মিরসরাইয়ে সহস্রাধিক রোগী পেলেন বিনামূল্যে চিকিৎসা

চট্টগ্রামের মিরসরাইয়ে বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়েছেন ১ হাজার ২শত রোগী। রবিবার (১৮ ফেব্রয়ারি) দিনব্যাপী বারইয়ারহাট শেফা ইনসান হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক লায়ন প্রফেসর ডা. এস. এ.
ফারুকের সৌজন্যে এ চিকিৎসাসেবা প্রদান করা হয়।

লায়ন্স ক্লাব অব চিটাগং মিরসরাই, চট্টগ্রাম লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতালের ব্যবস্থাপনায় দিনব্যাপী এই চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে।

জানা গেছে, চক্ষু শিবিরে ১ হাজার ২ শত রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়। এরমধ্যে ৮ শত জন রোগীর ডায়াবেটিস পরীক্ষা করা হয়। ২ শত জন রোগীকে চক্ষু অপারেশনের জন্য মনোনীত করে তাদের অপারেশনের ব্যবস্থা করা হয়। রোগীদের মাঝে
বিনামূল্যে ২৫০টি চশমা ও একলক্ষ টাকার ঔষধ দেওয়া হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন শেফা ইনসান হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এসএ ফারুক, লায়ন্স জেলা, বি-৪ এর জোন চেয়ারপার্সন মঈন উদ্দিন, শেফা ইনসান হাসপাতালের চিকিৎসক সাইফুল ইসলাম ও অনুপম
কর্মকার, হাসপাতালের ব্যবস্থাপক মো. ফেরদৌস খান, লিও ক্লাবের প্রেসিডেন্ট লিও আসিফুল ইসলাম, সদস্য তৌফিকুল ইসলাম তপু, লিও মাহিম উদ্দিন, লিও আহসান সাকিব, লিও নাজমুল রিফাত ও লিও আব্দুল্লাহ
আল নোমান সহ হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।