চট্টগ্রামের মিরসরাইয়ে মিনিট্রাক মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/12/1703159362270-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
চট্টগ্রামের মিরসরাইয়ে গ্রামীণ সড়কে মিনি ট্রাক ও মোটরসাইকেল সংঘর্ষে মো. হাসান (২১) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার মিঠাছড়া কেন্দ্রীয় ঈদগাহ সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় মো. অমি নামের আরেক আরোহী গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহত হাসান উপজেলার কাটাছরা ইউনিয়নের পশ্চিম বাড়িয়াখালী গ্রামের সারেং বাড়ির মো. নিজাম উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দ্রুতগামী বালু বোঝাই মিনি ট্রাক -মোটরসাইকেল এর সংঘর্ষে হাসান নামের এক মোটরসাইকেল আরোহীর ঘটনাস্থলে
নিহত হয়েছে। এতে মোটরসাইকেলের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এ ঘটনায় আহত অবস্থায় আরো একজনকে উদ্ধার করে হাসপাতাল নিয়ে গেছেন স্থানীয়রা।
ঘটনার সত্য নিশ্চিত করে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে দুর্ঘটনারস্থলে পুলিশের টিম পাঠিয়েছি। মিনি ট্রাকটিকে থানা হেফাজতে নেয়া হয়েছে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন