চট্টগ্রামের মিরসরাইয়ে শিক্ষার্থীদের উদ্যোগে ন্যায্য মূল্যে তিন শতাধিক মানুষের মাঝে সবজি বিক্রি
চট্টগ্রামের মিরসরাইয়ে সাধারণ শিক্ষার্থীদের সংগঠন বিনির্মানের উদ্যোগে ভ্রাম্যমাণ বাজার বসিয়ে ন্যায্য মূল্যে সবজি বিক্রি হয়েছে। সোমবার (১১ নভেম্বর) মিরসরাই পৌর সদরের ফুটওভার ব্রিজের নিচে সংগঠনটির উপদেষ্টা নাসির উদ্দিরেন সার্বিক সহযোগিতায় এ কার্য়ক্রম পরিচালনা করা হয়।
নির্ধারিত বাজার বাজার মূল্য চেয়ে ৩০ টাকা কমে সকাল ৮ টা থেকে ১০ টা পর্যন্ত তিন শতাধিক হত দরিদ্র ও খেটে খাওয়া মানুষে মাঝে স্বল্পমূল্যে সবজি পৌঁছেদিতে তাদের এমন উদ্যোগ বলে জনিয়েছেন উদ্যোক্তারা।
এসময় উপস্থিত ছিলেন বিনির্মাণ ছাত্র সংগঠন এর আহবায়ক তানভীর হোসেন, সদস্য সচিব শাখাওয়াত হোসেন রানা, যুগ্ম আহবায়ক ফারহান তানভীন শুভ, সাজ্জাদ সজিব, মোহাম্মদ ইসমাইল, সিনিয়র সদস্য আবদুল্লাহ আল মামুন, শরীফুল ইসলামসহ বিনির্মাণ ছাত্র সংগঠনের সদস্যবৃন্দ।
সাধারণ শিক্ষার্থীদের এ সংগঠনটির এমন উদ্যোগে প্রশংসা জানিয়ে, ক্রেতারা বলেন ন্যায্য মূল্যে বাজার থেকে সবজি ক্রয় করেতে পেরে অনেক আনন্দিত। ছাত্রদের এ ধরণের কার্য়ক্রম অব্যাতহ থাকলে সিন্ডিকেটধারী ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে দিতে সহায়ক হবে বলে মনে করছেন তারা।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন