চট্টগ্রামের মিরসরাইয়ে দেশীয় তৈরী আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার ১
ঙচট্টগ্রামের মিরসরাইয়ে দেশীয় তৈরী ২টি আগ্নেয়াস্ত্র, পিস্তলের ম্যাগাজিন, কার্তুজসহ মো. বাহার (৪৭) নামরে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাত ১ টায় উপজেলার ইছাখালী ইউনিয়নের জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের পূর্ব ইছাখালী বিলের একটি খামারের রাস্তার উপর থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত বাহার উপজেলার মিঠানালা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের রহমতাবাদ এলাকার আব্দুল মান্নানের বাড়ির মৃত নুর মোহাম্মদের পুত্র।
জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম শিফাতুল মাজদার জানান, বৃহস্পতিবার রাত ১ টার দিকে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল এলাকার পূর্ব ইছাখালী এলাকায় থানা পুলিশের বিশেষ অভিযানে মো. বাহারের হাতে থাকা নেভি রঙের হাতব্যাগ তল্লাশি করে ব্যাগের ভিতর থেকে একটি দেশীয় তৈরী আগ্নেয়াস্ত্র এলজি, একটি দেশীয় তৈরী আগ্নেয়াস্ত্র পাইপ গান, একটি পিস্তলের ম্যাগাজিন, দুটি বার বোর শর্ট গানের তাজা কার্তুজ উদ্ধার ও অস্ত্র পরিবহন কাজে ব্যবহৃত একটি নাম্বারবিহীন সিএনজিচালিত অটোরিক্সা জব্দ করা হয়।
তিনি আরও বলেন, পুলিশের উপস্থিতি টের পেয়ে সিএনজি অটোরিক্সায় থাকা ৪ জন পালিয়ে যায়। এঘটনায় গ্রেফতারকৃত ও আসামীসহ পলাতক আসামীদের বিরুদ্ধে অস্ত্র মামলা নং-১৫ দায়ের করা হয়েছে। বাকিদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার দুপুরে গ্রেফতার বাহারকে আদালতে প্রেরণ করা হয়েছে এবং তার বিরুদ্ধে রিমান্ডের আবেদন করা হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন