চট্টগ্রামের মিরসরাইয়ে স্মার্টফোন ও মাদকের আসত্তি দূর করতে ফুটবল টুর্নামেন্ট
চট্টগ্রামে মিরসরাইয়ে যুব সমাজকে স্মার্টফোনের ও মাদকের আসক্তি থেকে দূরে রাখতে সামাজিক সংগঠন ‘স্বপ্নের মীরসরাই সামাজ কল্যাণ যুব সংস্থার’ উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। শুক্রবার (৩ জানুয়ারি) উপজেলার মিঠানালা ইউনিয়নের নূর পাড়া এলাকায় দিনব্যাপি টুর্নামেন্টির ফাইনাল খেলা রাত ১০ টায় সম্পন্ন হয়।
ফাইনালে ইয়াং স্টার মহুরী প্রজেক্ট কে ট্রাইবেকারে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় মিঠানালা ডার্ক নাইট ফুটবল দল। খেলায় ম্যাচ সেরা নির্বাচিত হন ইয়াং স্টার ফুটবল দলের মো. আরমান, সেরা গোলকিপারের পুরস্কার জিতেন মিঠানালা ডার্ক নাইট দলের ইউনুস। ‘স্বপ্নের মীরসরাই সামাজ কল্যাণ যুব সংস্থার’ প্রতিষ্ঠাতা সভাপতি প্রবাসী সাখাওয়াত হোসাইনের সার্ভিক সহযোগিতায় নকআউট পদ্ধতিতে টুর্নামেন্টে অংশ নেয় ৮টি দল।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তব্য রাখেন, মিরসরাই উপজেলা মৎসজীবীদলের সাধারন সম্পাদক মো. মুন্না চৌধুরী, মিঠানালা ইউনিয়ন বিএনপির আহবায়ক তপন চৌধুরী, সাংবাদিক আশরাফ উদ্দিন, নব জাগরণ তারুণ্য সংঘের সভাপতি সাখাওয়াত হোসাইন, সাংবাদিক সাফায়েত মেহেদী।
এ সময় মিঠানালা ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন