চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থী নিহত

চট্টগ্রামে মিরসরাইয়ে পথচারীকে বাচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মো.নঈমুল হোসেন (২৪) নামের এক মোটরসাইকেল আরোহীর ট্রাক চাপায় নিহত হয়েছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকাল ৪ টায় উপজেলার ঢাকা -চট্রগ্রাম মহাসড়কের বিএসআরএম এলাকার চট্টগ্রামমুখি লেনে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় মো. আজিজ (৬৫) নামের এক বৃদ্ধ গুরুর আহত হয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল চমেকে প্রেরণ করা হয়েছে।

নিহত নঈমুল উপজেলার হিঙ্গলী ইউনিয়নের চিনকিরহাট এলাকার সাবেক সেনাকর্মকর্তা তোফাজ্জেল হোসেনের ছেলে। সে নিজামপুর সরকারি কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষ ছাত্র ও বারইয়ারহাট রবি ডিস্ট্রিবিউটর হাউজের সেলস অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মহাসড়কের বিএসআরএম এলাকায় এক পথচারী মহাসড়ক সড়ক পার হওয়ার সময় মোটরসাইকেলের সামনে চলে আসলে। তখন মোটরসাইকেল আরোহী নিয়ন্ত্রণ হারিয়ে অজ্ঞাত একটি ট্রাকের নিচে চাপা পড়ে ও এতে এক পথচারী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মোটরসাইকেল আরোহীকে মৃত ঘোষণা করেন। আহত পথচারীকে উন্নতি চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

বারইয়ারহাট রবি ডিস্ট্রিবিউটর হাউজের টেরিটরি ম্যানেজার মুসলিম উদ্দিন জানান, নঈমুল হোসেন গত তিন মাস যাবত বারইয়ারহাট রবি ডিস্ট্রিবিউশন হাউজে সেলস অফিসার হিসেবে কর্মরত ছিলেন তার মৃত্যুতে আমরা শোকাহত।

নিহতের চাচাতো ভাই সালাউদ্দিন জানান, তার চাচাতো ভাই পড়ালেখার পাশাপাশি পার্ট টাইম রবি কোম্পানীতে সেলস অফিসার হিসেবে কাজ করতেন। সে পরিবারের একমাত্র ছেলে। তার বাবা সাবেক সেনাকর্মকর্তা ছিলো। পরিবারের একমাত্র ছেলেকে হারিয়ে সবাই এখন বাকরুদ্ধ।

এবিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার ফাহিমা জানান, সড়ক দুর্ঘটনার ২ জন রোগীকে হাসপাতালে আনা হয়েছিল। এক যুবকে মৃত ঘোষণা করা হয়েছে। আরেক বৃদ্ধকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) প্রেরণ করা হয়েছে।

জোরারগঞ্জ হাইওয়ে থানার (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন জানান, দুর্ঘটনার খবর শুনে খবর শুনে ঘটনাস্থলে পুলিশের টিম পাঠিয়েছি। আইনগত প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারকে বুঝিয়ে দেওয়া হবে। অজ্ঞাত ট্রাক গাড়িটি উদ্ধারের চেষ্টা চলছে।