চট্টগ্রামের মিরসরাইয়ে বোনের শ্বশুর বাড়ীতে প্রবাসীকে হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার


চট্টগ্রামের মিরসরাইয়ের বোনের শ্বশুর বাড়ীতে প্রবাসী মো. মহিউদ্দিন খুনের ঘটনার প্রধান আসামী শেখ ফরিদ প্রকাশ শরীফকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব-৭)।
রবিবার (৯ মার্চ) দুপুরে বিষয়টি গণমাধ্যমকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছেন র্যাব -৭ এর সিনিয়র সহকারী (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন। এর আগে শনিবার (৮ মার্চ) ভোররাতে চট্টগ্রাম নগরীর পাহাড়তলী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত- শেখ ফরিদ (৩৫) মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার নোয়াপাড়া এলাকার মিছিল আহমেদ ছেলে। হত্যার ঘটনার পর মহিউদ্দিনের বোন বাদী হয়ে জোরাগঞ্জ থানায় ৪ জনকে এজাহারনামীয় এবং অজ্ঞাতানাম ৪/৫ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন।
র্যাব সূত্রে জানা গেছে, নিহত ভিকটিম মোঃ মফিজ প্রকাশ মহিউদ্দিন (৪৫) দীর্ঘ দিন যাবত ওমান প্রবাসী ছিলেন এবং কিছু দিন পূর্র্বে দেশে ফিরে আসেন। ৪ বছর পূর্বে শেখ ফরিদের সাথে মহিউদ্দিনের বোনের বিবাহ হয়। বিবাহের পর থেকে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে বাকবিন্ডার সৃষ্টি হয়।
মহিউদ্দিন বোনের সংসারে সুখের কথা চিন্তা করে প্রবাসে অবস্থান কালে বোন জামাই শেখ ফরিদ উদ্দিন’কে ব্যবসার জন্য ১৫ লাখ টাকা প্রদান করেন। পরর্বতীতে মহিউদ্দিন দেশে অবস্থান কালে তার বোনের কাছে প্রদানকৃত ১৫ লাখ টাকা ফেরত চান।
ওই বিষয়ে মহিউদ্দিনের বোন তার স্বামী শেখ ফরিদ উদ্দিনকে টাকা ফেরত প্রদানে বিষয়ে অবহিত করলে শেখ ফরিদ উদ্দিন এবং তার পরিবার টাকা ফেরত প্রদানে অস্বীকৃতি জানায়। গত ২১ ফেব্রæয়ারি মহিউদ্দিন তার বোনের শ্বশুর বাড়ি জোরারগঞ্জ নোয়াপাড়া এলাকায় গিয়ে প্রদানকৃত ১৫ লাখ টাকা ফেরত প্রধানে অস্বীকৃতির কথা জিজ্ঞাসাবাদ করলে বোন জামাই শেখ ফরিদ এবং তার পরিবারে অন্যান্য লোকজনের সাথে বাকবিতন্ডার সৃষ্টি হয়।
বকাবিতন্ডার এক পর্যায়ে বোন জামাই শেখ ফরিদ এবং তার পরিবারে অন্যান্য লোকজন উত্তোজিত হয়ে প্রবাসী মহিউদ্দিন’কে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে গুরত্বর রক্তাক্ত জখম করে। পরর্বতীতে স্থানীয় লোক জন এবং তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মহিউদ্দিন’কে মৃত ঘোষনা করেন।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির মো. সেলিম বলেন, প্রবাসী মো. মহিউদ্দিন খুনের ঘটনার প্রধান আসামী শেখ ফরিদ প্রকাশ শরীফকে গ্রেফতার করে থানায় হস্তান্তর করা হয়েছে। আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন