চট্টগ্রামের মিরসরাই প্রেসক্লাবের ক্যালেন্ডার মোড়ক উন্মোচন
চট্টগ্রামের মিরসরাই প্রেস ক্লাবের ২০২৫ সালের ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন করা হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) সকালে উপজেলা সদরের কাশেম শপিং কমপ্লেক্সের চতুর্থ তলায় প্রেস ক্লাব মিলনায়তন কক্ষে নতুন বছরের ক্যালেন্ডার আনুষ্ঠানিকভাবে মোড়ক উন্মোচন করা হয়।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে মিরসরাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিনের সঞ্চালনায় ও সভাপতি (ভারপ্রাপ্ত) নুরুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিকেএমইএ পরিচালক সামছুল আজম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক কাস্টমস কর্মকর্তা কামরুল ইসলাম চৌধুরী, মিরসরাই কলেজের সদ্য বিদায়ী অধ্যক্ষ নুরুল আফছার, মিরসরাই থানা জামায়াতের আমীর মাওলানা নুরুল কবির, মিরসরাই পৌরসভা বিএনপির আহবায়ক মহিউদ্দিন, জোরারগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আমিরুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, জোরারগঞ্জ থানা জামায়াতের বায়তুলমাল সম্পাদক আব্দুল গফুর, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ওয়াজি উল্লাহ, মীর হোসেন, কামাল উদ্দিন বিটু, হেদায়েত উল্ল্যাহ, মিরসরাই প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক এম আনোয়ার হোসেন, আবু সাঈদ ভূইয়া, সাংগঠনিক সম্পাদক আজিজ আজহার, প্রচার সম্পাদক সাদমান সময়, কোষাধ্যক্ষ ইকবাল হোসেন জীবন, দপ্তর সম্পাদক সাফায়েত মেহেদী, ক্রীড়া সম্পাদক ফিরোজ মাহমুদ, সদস্য শিহাব উদ্দিন শিবলু প্রমুখ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন