চট্টগ্রামের সাতকানিয়ায় জামায়াতের দায়িত্বশীল সমাবেশ সম্পন্ন
চট্টগ্রামের সাতকানিয়ায় দায়িত্বশীল সমাবেশে চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমীর আনোয়ারুল আলম চৌধুরী বলেন, জামায়াত কোন অন্যায় আবদার নিয়ে প্রশাসনের কাছে যাবে না।
শুক্রবার (৬ সেপ্টেম্বর) সকাল ৮ টায় উপজেলার আফজল নগর এক হলরুমে ওয়ার্ড সভাপতিদের নিয়ে দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্যে উপজেলা জামায়াতের আমীর মাওলানা কামাল উদ্দিন বলেন,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে জালেমের পতন হয়েছে।আল্লাহ তায়া’লা তাদেরকে আবাবিল পাখির মতো করে পাঠিয়েছেন।
বিশেষ অতিথির বক্তব্যে সাবেক ছাত্রনেতা নুরুল হক বলেন, যুব সমাজকে সংগঠনের আওতায় নিয়ে আসতে হবে।যুব সমাজকে সংগঠিত করতে পারলে সকল অন্যায় অনাচার দূর হয়ে যাবে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আনোয়ারুল আলম চৌধুরী বলেন, আমাদের সংগঠনের নাম ব্যবহার করে কিছু অনাকাঙ্খিত ঘটনা ঘটছে।রক্তে রঞ্জিত সাতকানিয়ায় কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটিয়ে জামায়াতে ইসলামীকে কলঙ্কিত করার সুযোগ দেওয়া যাবে না।জামায়াত কোন অন্যায় আবদার নিয়ে প্রশাসনের কাছে যাবে না।জামায়াতের কোন দায়িত্বশীল অন্যায়ের সাথে জড়িত থাকবে না।
তিনি আরও বলেন, সাতকানিয়ায় যারা সাধারণ মানুষের জানমালের নিরাপত্তার পরিবর্তে বিপদের কারণ হয়ে দাঁড়াবে তাদের বিষয়ে কঠিন সিদ্ধান্ত নিতে হবে।সন্ত্রাস মাদকের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।
অনুষ্ঠানে সাতকানিয়া উপজেলা জামায়াতের সেক্রেটারি তারেক হোসাইনের পরিচালনায় উদ্বোধনী বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা কামাল উদ্দিন।প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমীর আনোয়ারুল আলম চৌধুরী।দারসুল কোরআন পেশ করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড সাবের আহমেদ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য ও সাবেক ছাত্রনেতা মুহাম্মদ নুরুল হক প্রমুখ, মাষ্টার আব্দুস সোবহান,রফিকুল ইসলাম প্রমুখ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন