চট্টগ্রামের সাতকানিয়ায় মোবাইল কোর্টের অভিযানে ৩২ হাজার জরিমানা
চট্টগ্রামের সাতকানিয়ায় পেঁয়াজের মজুদ ও দাম কারচুপিসহ নানা অপরাধে পাঁচ দোকানিকে ৩২ হাজার টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট।শনিবার (৯ ডিসেম্বর) বিকালে উপজেলার বাজালিয়া স্টেশন এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এসময় দ্রব্যমূল্যের তালিকা না থাকায় এবং পেঁয়াজের মজুদ ও দাম নিয়ে কারচুপির দায়ে পাঁচ দোকানের মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় সর্বমোট ৩২ হাজার টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্টের অভিযানে মোঃ আমিনের ছেলে মোঃ ইমনকে তিন হাজার টাকা,আব্দুল গফুরের ছেলে আব্দুল জলিলকে পাঁচ হাজার টাকা,মোহন লাল দাসের ছেলে পিন্টু লাল দাসকে ২০ হাজার টাকা,মৃত সাচি মিয়ার ছেলে মোঃ আবদুস সাত্তারকে দুই হাজার টাকা এবং নুর হোসেনের ছেলে শহীদুল ইসলামকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী।এসময় মোবাইল কোর্টে সহযোগিতা করেন সাতকানিয়া থানার পুলিশ সদস্যবৃন্দ ও উপজেলা ভূমি অফিসের কর্মচারীবৃন্দ।
জনস্বার্থে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলে জানায় প্রশাসন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন