চট্টগ্রামের সাতকানিয়ায় এসএসসি পরীক্ষার্থীদের জন্য ফ্রী গাড়ি সার্ভিস
চট্টগ্রামে এসএসসি ও দাখিল পরিক্ষার্থীদের মাঝে ফ্রী গাড়ি সার্ভিসের ব্যবস্থা করলো দক্ষিণ ছদাহা এলিট সোসাইটি নামক সংগঠন।
২০২১ সালের এসএসসি ও দাখিল পরিক্ষার্থীদের মাঝে চট্টগ্রামের সাতকানিয়া দক্ষিণ ছদাহায় ফ্রী গাড়ি সার্ভিসের ব্যবস্থা করা হয়।
জানা যায়, প্রতিবছর শিক্ষার্থীদের পরিক্ষার ফাইল সহ প্রয়োজনীয় জিনিস ফ্রী বিতরণ করা হয় উত্তর ছদাহা এলিট সোসাইটির পক্ষ থেকে।প্রতিবছরের ন্যায় এই বছরেও দক্ষিণ ছদাহার এসএসসি ও দাখিল পরিক্ষার্থীদের মাঝে পরিক্ষার ফাইলপত্র ফ্রী বিতরণ করা হয় এবং পরিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে ফ্রী গাড়ি সার্ভিসের ব্যবস্থা করা হয়।
এই বিষয়ে দক্ষিণ ছদাহা এলিট সোসাইটির কার্যকরী পরিষদের সদস্য শাহজান মোহাম্মদ সাবিদ বলেন, মূলত শিক্ষার্থীদের শিক্ষাক্ষেত্রে সহযোগিতা মূলক কার্যক্রম পরিচালনা করে দক্ষিণ ছদাহা এলিট সোসাইটি সংগঠন।যার ফলস্বরূপ প্রতিবছরের ন্যায় এই বছরেও শিক্ষার্থীদের মাঝে ফাইলপত্র ফ্রী বিতরণ করা হয় এবং ফ্রী যাতায়াতের জন্য ১০টি গাড়ি দেওয়া হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন