চট্টগ্রামের সাতকানিয়ায় নৌকার প্রার্থীর মনোনয়ন আটকে গেলো আবারো!
![](https://ournewsbd.net/wp-content/uploads/2022/02/received_929445311103116-480x250-1.jpeg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
চট্টগ্রামের সাতকানিয়ায় বাতিল হওয়া প্রার্থীতা ফিরে পেয়েও আবারো আটকে গেলো নৌকা প্রার্থীর মনোনয়ন।
সাতকানিয়ায় ৭ম ধাপে অনুষ্ঠিত হতে যাওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আবারো আটকে গেলো আমিলাইশ ইউনিয়নের নৌকার প্রার্থী মো. সারোয়ার উদ্দীন চৌধুরী নির্বাচনে অংশগ্রহণ।
তাঁর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ।
জানা যায়, ঋণ খেলাপির অভিযোগ আনা পূবালী ব্যাংক বহদ্দারহাট শাখার ম্যানেজারের আপিল আবেদন শুনানি শেষে ৬ সপ্তাহের স্থগিতাদেশ দেন আদালত।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন আমিলাইশ ইউনিয়ন পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আজিম শরীফ।
তিনি জানান, ব্যাংক কর্তৃপক্ষ উচ্চ আদালতের আদেশ জমা করেছেন। আমরা আদেশ অনুযায়ী ব্যবস্থা নিয়েছি।
প্রসঙ্গত, সাতকানিয়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমিলাইশ ইউনিয়ন থেকে নৌকার মনোনয়ন পান সাবেক চেয়ারম্যান সরোয়ার উদ্দীন চৌধুরী। পরে ঋণ খেলাপির অভিযোগে মনোনয়ন বাতিল হলে গত ২৫ জানুয়ারি হাইকোর্টে রিট করে প্রার্থীতা ফিরে পান। কিন্তু ১ জানুয়ারি আপিলে হাইকোর্টের সেই আদেশের বিরুদ্ধে শুনানি শেষে ৬ সপ্তাহের স্থগিতাদেশ দেন আপিল বিভাগ।তবে আপিল বিভাগের এই আদেশের বিরুদ্ধে এখনো রিভিউ করার সুযোগ আছে সারোয়ার উদ্দীন চৌধুরীর।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন