চট্টগ্রামের সীতাকুণ্ডে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ির পাশের পাহাড় থেকে রাজু (২০) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (২ মে) দুপুর ১২টার দিকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। রাজু সীতাকুণ্ড পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের কাদের ভূঁইয়া পাড়ার মৃত আব্দুল হাকিমের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ।

তিনি বলেন, দুপুর সাড়ে ১১টার দিকে পৌরসভার দুই নম্বর ওয়ার্ড এলাকায় পাহাড়ে এক যুবকের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়রা বলছেন, প্রেমঘটিত কারণে রাজু গতকাল শনিবার রাতে পরিবার লোকদের ওপর অভিমান করে বাড়ি থেকে বের হয়ে যান। এরপর আজ দুপুরে তার মরদেহ উদ্ধার করা হয়।