চট্টগ্রামে আ’লীগের শোভাযাত্রার পেছনে গুলি, ব্যবসায়ী নিহত

চট্টগ্রামে মো. হারুন নামের (৪০) এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করা হয়েছে। রোববার সন্ধ্যা ৬টার দিকে নগরীর কদমতলী শুভপুর বাসস্ট্যান্ড এলাকায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানে তাকে গুলি করা হয়। নিহত হারুন প্রয়াত বিএনপি নেতা দস্তগীর চৌধুরীর ভাই আলমগীর চৌধুরীর ছেলে বলে জানা গেছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক জহিরুল ইসলাম জানান, হারুনের বুকে তিনটি গুলি লেগেছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছিল। তবে বাঁচানো যায়নি।
.
নগর পুলিশের কোতয়ালী জোনের সহকারি কমিশনার মো.জাহাঙ্গীর আলম বলেন, ‘বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পাওয়ায় চট্টগ্রাম সিটি করপোরেশনের তিন কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, মো.জোবায়ের এবং আব্দুল কাদের মিলে শুভপুর বাসস্ট্যান্ড এলাকায় আনন্দ সমাবেশ ও শোভযাত্রার আয়োজন করেছিলেন।’

‘এ সময় ব্যবসায়ী হারুন নিজ ব্যবসা প্রতিষ্ঠানে বসা ছিলেন। শোভযাত্রার শেষের দিকে হারুনকে তার প্রতিষ্ঠানের ভেতর লক্ষ্য করে গুলি করা হয়। কারা গুলি করেছে তা এখনো শনাক্ত করা যায়নি। হারুন একজন পরিবহন ব্যবসায়ী। তিনি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত।’

এ ব্যাপারে কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে শোভযাত্রা ও সমাবেশ শেষ করেছি। শোভাযাত্রার শেষদিকে পেছন দিকে গুলির শব্দ শুনি। তারপর আমি গিয়ে হারুনকে রাস্তায় পড়ে থাকতে দেখি। তাকে আমি টেক্সিতে তুলে হাসপাতালে পাঠাই। পরে জানতে পারি হারুন দস্তগীর সাহেবের ভাই আলমগীর সাহেবের ছেলে। সম্ভবত সুযোগ সন্ধানী কেউ আমাদের শোভাযাত্রার জনসমাগমের সুযোগ নিয়ে এই কাজ করেছে।’