চট্টগ্রামে করোনায় আরও এক পুলিশ সদস্যের মৃত্যু
![](https://ournewsbd.net/wp-content/uploads/2020/12/image-114315-1608901841-720x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে জহিরুল ইসলাম নামে আরও এক পুলিশ সদস্য মারা গেলেন। শুক্রবার (২৫ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
চট্টগ্রামে নগর পুলিশের বিশেষ শাখায় কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছে ৪৪ বছর। এক ছেলে ও এক মেয়ের বাবা কনস্টেবল জহিরুলের বাড়ি লক্ষ্মীপুর জেলায়।
সিএমপির এডিসি মোহাম্মদ মঈনুল ইসলাম জানান, গত ৬ ডিসেম্বর জহিরুলের কোভিড-১৯ রিপোর্ট পজেটিভ আসে। বৃহস্পতিবার তার অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে তিনি মারা যান। দামপাড়া পুলিশ লাইনে জানাজা শেষে কনস্টেবল জহিরুলের মরদেহ কোভিড প্রটোকল মেনে লক্ষ্মীপুর পাঠিয়ে দেওয়া হয়েছে।
এ নিয়ে চট্টগ্রাম নগর পুলিশের এক উপ-কমিশনারসহ (পুলিশ সুপার) মোট ছয়জন করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মারা গেলেন। ১৯৯৬ সালে কনস্টেবল জহিরুল বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন