চট্টগ্রামে ‘জঙ্গি আস্তানা’ ঘিরে রেখেছে র্যাব, গুলি বিনিময়
চট্টগ্রামের মীরসরাই উপজেলার জোরারগঞ্জ এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রাখা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মাশকুর রহমান। শুক্রবার (৫ অক্টোবর) ভোর থেকে ওই বাড়িটি ঘিরে রাখা হয় বলে জানান তিনি। সোনাপাহাড় গ্রামের ওই বাড়িটি ঘিরে রাখার সময় কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটেছে বলেও দাবি করেন এই র্যাব কর্মকর্তা।
মাশকুর রহমান জানান, গোপন সংবাদ পেয়ে রাতে জোরারগঞ্জ এলাকায় অভিযানে যায় র্যাব। রাত ৩টা থেকে র্যাব সদস্যরা ওই জঙ্গি আস্তানা ঘিরে রাখে। এসময় আধাঘণ্টার মতো বন্দুকযুদ্ধ হয়। এরপর বাসাটির ভেতরে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে ঘরের টিন উড়ে গেছে। ভেতরে যারা ছিল তারাই বিস্ফোরণ ঘটিয়েছে। হতাহত কেউ হয়ছে কিনা তা এখনও জানা যায়নি। বোম্ব ডিসপোজাল ইউনিট আসার পর তা নিশ্চিত হওয়া যাবে।
তিনি আরও জানান, ওই বাসার নাম- চৌধুরী ম্যানশন। সেমিপাকা বাসাটি টিন শেড। এক অসুস্থ নারীর থাকার কথা বলে গত ২৯ সেপ্টেম্বর বাসাটি ভাড়া নেওয়া হয়েছিল। তবে যারা ভাড়া নিয়েছিল তাদের কারও কাছ থেকে ন্যাশনাল আইডি কার্ডের কপি নেওয়া হয়নি বলে ওই বাসার কেয়ারটেকার জানিয়েছেন।
ওই আস্তানায় কতজন জঙ্গি থাকতে পারে জানতে চাইলে তিনি বলেন, ‘কতজন আছে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে তিন থেকে চার জন জঙ্গি থাকতে পারে বলে আমরা ধারণা করছি।’
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন