চট্টগ্রামে জোড়া লাগানো জমজ কন্যা শিশুর জন্ম

চট্টগ্রামের নাজিরহাটে জোড়া লাগানো জমজ কন্যা শিশুর জন্ম হয়েছে।
শিশু দুটির পেট ও হাত জোড়া লাগানো, নাভি ও পায়ুপথ একটা।
মঙ্গলবার সকালে কেয়ার পয়েন্ট নামে একটি বেসরকারি হাসপাতালে তাদের জন্ম হয়।
জমজ শিশু দুটির বাবার বাড়ি ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নের আজিমপুর নয়াহাট বাজার এলাকায় বলে জানা গেছে।
এদিকে জোড়া লাগানো জমজ শিশুর জন্মের খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং তাদের এক নজর দেখতে হাসপাতালে শতশত মানুষ ভিড় জমায়।
হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক সাহেদ চৌধুরী জানান, শিশু দুটির পেট ও হাত জোড়া লাগানো, নাভি ও পায়ু পথ একটা। নবজাতক দুজন মেয়ে।
উভয়ে সুস্থ আছে জানিয়ে তিনি আরও বলেন, উন্নত চিকিৎসার জন্য শিশু দুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন






