চট্টগ্রামে তারুন্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় মিরসরাইয়ে স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা

আগামী ১০ মে চট্টগ্রাম পলোগ্রাউন্ড মাঠে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ উপলক্ষে মিরসরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ইউনিটের উদ্যোগে প্রস্তুতি সভা হয়েছে। বৃহস্পতিবার (০৮ মে) উপজেলার মিঠাছরা উচ্চ বিদ্যালয় মিলনায়তন কক্ষে এ প্রস্তুতি সভা সম্পন্ন হয়।

মিরসরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. ওমর শরিফের সভাপতিত্বে ও সদস্য সচিব শাহ মো. ফোরকান উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. সরওয়ার উদ্দিন সেলিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আকবর আলী।

এছাড়া অন্যান্যদেরমধ্যে বক্তব্য রাখেন, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক নুরুল ইসলাম মামুন, যুগ্ম আহবায়ক ইউসুফ তালুকদার, মিরসরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক কামাল উদ্দিন, আরিফ মাইনুদ্দিন, মো. মাহফুজ, মো. ফরহাদ, মো. জাহাঙ্গীর, ফিরোজ ভাইয়া, বারইয়ারহাট পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শহিদুল ইসলাম, সদস্য সচিব মো. নবী, মিরসরাই পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফরহাদ উদ্দিন তুহিন, সদস্য সচিব মো. শহীদ। এ সময় উপজেলার বিভিন্ন ইউনিটের আহবায়ক ও সদস্য সচিবগণ সহ নেতা কর্মীর উপস্থিত ছিলেন।

প্রস্তুতি সভা শেষে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করার লক্ষে মিছিল করেন স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দরা। মিছিলটি মিঠাছরা স্কুল গেইট থেকে শুরু হয়ে দক্ষিন বাজারে গিয়ে শেষ হয়।

চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. সরওয়ার উদ্দিন সেলিম বলেন, ‘আগামী ১০ মে চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’ অনুষ্ঠিত হবে। সমাবেশ সফল করার লক্ষ্যে মিরসরাই উপজেলা, বারইয়ারহাট ও মিরসরাই পৌর সভা স্বেচ্ছাসেবক দলের ইউনিটের উদ্যোগে প্রস্তুতি সভা সম্পন্ন হয়েছে। আমরা আসা করছি মিরসরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের ইউনিটের প্রায় ৫ হাজার নেতাকর্মী এতে অংশগ্রহণ করবে।’