চট্টগ্রামে পারিবারিক কলহের জেরে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা
![](https://ournewsbd.net/wp-content/uploads/2017/06/আত্মহত্যা.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানা এলাকায় পারিবারিক কলহের জেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এক গৃহবধূ। মঙ্গলবার (২০ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ওই গৃহবধূর নাম শারমিন (৩০) এবং তিনি ডবলমুরিং থানার আগ্রাবাদের দায়া পাড়ার মো. শাহাজাহানের মেয়ে বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শীলব্রত বড়ুয়া।
তিনি বলেন, রাত ৯টার দিকে আগ্রাবাদ এলাকা থেকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করা এক গৃহবধূকে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গৃহবধূর শ্বশুর রহুল আমিন মোল্লা জাগো নিউজকে বলেন, আমার দুই ছেলের সঙ্গে তাদের দুই বোনকে বিবাহ দিয়েছিলাম। আজ (মঙ্গলবার) দুই বোন ঝগড়া করে ইফতারের কিছুক্ষণ পর শারমিন আত্মহত্যা করে।
পরে আমরা তাকে দরজা ভেঙে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন