চট্টগ্রামে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড
চট্টগ্রামের বায়েজিদ থানার একটি পোশাক তৈরির কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১১টি গাড়ির তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনা সম্ভব হয়েছে।, তবে প্রাথমিক অবস্থায় ক্ষয়ক্ষতির পরিমান ও আগুন লাগার কারণ জানা যায়নি।
আজ মঙ্গলবার সকাল আটটার দিকে বায়েজিদ থানা এলাকার আনোয়ারা গার্মেন্টস নামে একটি পোশাক তৈরির কারখানায় আগুনের সূত্রপাত হয়। বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বায়েজিদ বোস্তামী স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার কবিরহোসেন বলেন,‘বায়েজিদ থানার টেক্সটাইল গেট মোড়ের পশ্চিম পাশে আনোয়ারা গার্মেন্টস নামে একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে। খবর পেয়ে আমাদের তিনটি ও আগ্রাবাদ ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের ১১টি গাড়ি আগুননিয়ন্ত্রণে কাজ করেছে। প্রায় তিন ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে কেউ হতাহত হয়নি। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনের সূত্রপাত তদন্ত সাপেক্ষে বলা যাবে।’
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন