চট্টগ্রামে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বরহাতিয়া হরিদাঘোনায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে।
মঙ্গলবার বিকেল ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে। চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল মাসুদ বিমান বিধ্বস্ত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজাহান জানিয়েছেন, বিমানে থাকা দুইজন পাইলট প্যারাশুটের সাহায্যে নামতে গিয়ে সামান্য আহত হয়েছেন। এ ছাড়া কেউ হতাহত হয়নি।
ঘটনাস্থলে বিমানবাহিনী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা গেছেন বলে জানিয়েছেন তিনি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন