চট্টগ্রামে মাটির নিচ থেকে ১১ বস্তা ফেনসিডিল উদ্ধার
চট্টগ্রামের মহানগরীর বরিশাল কলোনিতে অভিযান চালিয়ে ১১ বস্তা ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। বুধবার ভোর থেকে চট্টগ্রাম রেল স্টেশন সংলগ্ন ওই কলোনিতে অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়।
নগর পুলিশের অতিরিক্ত উপ-কশিশনার শাহ মোহাম্মদ আব্দুর রউফ জানান, ভোর ৪টা থেকে নগর পুলিশের শতাধিক সদস্য নয়টি দলে ভাগ হয়ে অভিযান শুরু করে। অভিযানে কলোনির বিভিন্ন স্থানে মাটির নিচে পুঁতে রাখা ১১ বস্তা ফেনসিডিল উদ্ধার করা হয়। তবে কাউকে আটক করা যায়নি বলে তিনি জানান।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন