চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার
চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া অংশে এক মহিলার লাশ উদ্ধার করা হয়েছে।
শনিবার (৭ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক ২ টার সময় মহাসড়কের মৌলভীর দোকান নয়াখালের মুখ এলাকায় মহিলার লাশ পাওয়া যায়।
নিহত মহিলার পরিচয় শনাক্ত করা যায়নি বলে জানিয়েছেন পুলিশ।
জানা যায়, রাত আনুমানিক ২ টার সময় মহাসড়কের মৌলভীর দোকান নয়াখালের মুখে এক অপরিচিত মহিলার লাশ পাওয়া যায় এবং পরে উদ্ধার করে নিয়ে যান দোহাজারী হাইওয়ে থানা পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দোহাজারী হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা জানান, লাশটি পোস্টমর্টেমের জন্য পাঠিয়ে দিয়েছি।পরিচয় শনাক্ত করা যায়নি।রাস্তার মাঝে পা একটি ভাঙ্গা অবস্থায় পাওয়া যায়।ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত ঘটনা সম্পর্কে কিছু বলা যাচ্ছে না।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন