চট্টগ্রাম নগর পুলিশ কর্মকর্তার নিজ হাতে অসহায় পরিবারকে খাদ্যসামগ্রী বিতরণ
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) দক্ষিণ বিভাগের উদ্যোগে আড়াই হাজার গরিব ও দুস্থ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
বুধবার (২১ এপ্রিল) দুপুর ১২টার দিকে এ কার্যক্রম উদ্বোধন করেন সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ, উপ-কমিশনার (দক্ষিণ) বিজয় বসাক, অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) শাহ আব্দুর রউফসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এ বিষয়ে শাহ আবদুর রউফ বলেন, নগর পুলিশের দক্ষিণ বিভাগের ২৪টি বিট এলাকায় বসবাসরত আড়াই হাজার গরিব ও দুস্থ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে।
এ কার্যক্রমের আওতায় প্রতিটি পরিবারকে চাল, ডাল, ছোলা, পেঁয়াজ, আলু, লবণ, ভোজ্যতেল ও সাবানসহ মোট সাড়ে ১২ কেজির একটি প্যাকেট বাসায় বাসায় গিয়ে বিতরণ করা হচ্ছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন