চট্টগ্রাম নগর স্বেচ্ছাসেবক লীগ নেতার উদ্যোগে সেহেরী ও তোহফা বিতরণ
চট্টগ্রাম নগর স্বেচ্ছাসেবক লীগ নেতা আবদুর রশীদ লোকমানের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে রোজাদারদের মাঝে সেহেরী ও তোহফা বিতরণ করা হয়েছে।
করোনা ভাইরাসের এই লক-ডাউনে চট্টগ্রামের শহরের মানুষ যখন ঘুমে নিমগ্ন ও সুনসান নিরবতায় স্তব্দ চট্রগ্রাম এমন সময় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্মল রন্জন গুহ ও সাধারন সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু’র নির্দেশে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ এর সাধারন সম্পাদক ও সাবেক সিটি মেয়র আলহাজ্ব আ.জ.ম নাছির উদ্দিনের পরামর্শে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুর রশিদ লোকমান এর উদ্যোগে তৎকালীন জামাত-শিবিরের ঘাঁটি অধ্যুষিত চট্টগ্রাম কলেজ ও মহসিন কলেজ এলাকার হযরত মিছকিন শাহ্ (রাহ:) এর মাজারের আশপাশের হতদরিদ্র গরীব, ফকির,মিসকিন ও পথচারীদের মাঝে পবিত্র রমজান মাস উপলক্ষে গতকাল ২২ এপ্রিল বৃহস্পতিবার রাত তিনটার সময় মধ্যরাতে রোজাদার দুস্হ, অসহায়, হতদরিদ্র ও পথচারীদের মাঝে সেহেরী, কোমল-পানি ও তোহফা বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা এবং লায়ন্স ক্লাব ইনন্টারন্যাশনাল ডিষ্ট্রিক ৩১৫-বি -৪ বাংলাদেশ এর ডিষ্ট্রিক সেক্রেটারি লায়ন এম.এ.নেওয়াজ, বাংলাদেশ আওয়ামী লীগ ত্রান ও সমাজ কল্যাণ উপ-কমিটির সদস্য এরশাদ চৌধুরী, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও বর্তমান বঙ্গবন্ধু পরিষদ আবুধাবী কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জামশেদ আহম্মেদ, কেন্দ্রীয় কৃষক লীগ এর সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো: আরমান চৌধুরী, চট্টগ্রাম আইন কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান বঙ্গবন্ধু পরিষদ আবুধাবী কেন্দ্রীয় কমিটির যুগ্ন-সাধারণ সম্পাদক সেলিম উল্যাহ্ আনছারী, সাবেক ছাত্রনেতা স.ম জিয়াউর রহমান, মানবাধিকার নেতা মো হাসান মুরাদ, সাথী কামাল, স্বেচ্ছাসেবক লীগ নেতা আইয়ুব চৌধুরী, ওয়াসিম উদ্দিন, ললিত চৌধুরী, ইন্জি: মো: আসিফ আহম্মেদ, দূর্জয় নাথ, আরমান আহম্মেদ, অভি প্রমুখ।
এসময় নেতৃবৃন্দরা বলেন, গরীব ও অসহায় মানুষের পাশে আওয়ামী লীগ সবসময়ই পাশে ছিল এবং আগামীতেও থাকবে। আওয়ামী লীগ সবসময়ই মানুষের দুঃসময় ও দুর্দিনে সাধারণ মানুষের পাশে ছিল এবং তা করোনাকালে প্রমাণিত।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন